মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরন জেলা পরিষদের

শিব শংকর রবিদাস ও মো: আবু জাফর :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মাদারীপুরে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটার সনদপত্র ও সেলাই মেশিন বিতরন করেছে জেলা পরিষদ। জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান উপস্থিত ছিলেন।
জানা যায়, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে যুবক ও যুবতীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন প্রদান করা হয়। শুক্রবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এসকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরনের আয়োজন করা হয়। এসময় ৫০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটার সনদপত্র ও ৪০ জন সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি, ইলিয়াস হোসেন পাশা, মহিউদ্দিন খান নাইমসহ জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।