শিবচরে শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

শিব শংকর রবিদাস :
শিবচরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদের আয়োজনে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রবিবার দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষন আয়োজন করা হয়। উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ৪ টি ব্যাচে উপজেলার ১ শ ২০ জন শিক্ষককে প্রশিক্ষন প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি এ প্রশিক্ষন বাস্তবায়ন করেন। প্রশিক্ষন শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগামী ২০ মার্চ থেকে ২৬ মার্চ সকল শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খায়ানোর ব্যাপারে শিক্ষকদের আহব্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, উপজেলা প্রগ্রামার সজিব চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।