শিবচরে কাদিরপুর স্কুলের পূর্ণমিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

শিব শংকর রবিদাস :
শিবচরের মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীন শিক্ষার্থীদের অংশ গ্রহনে পূর্ণমিলনী বিভিন্ন বয়সীদের মিলনমেলায় রুপ নেয়। দীর্ঘদিন পরে কিশোর বেলার বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠে সকলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত থেকে আয়োজকদের সাধুবাদ জানান। এসময় চীফ হুইপ শিবচরকে নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার চ্যালেঞ্জ গ্রহনের আহব্বান জানান।
জানা যায়, শনিবার উপজেলার মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। পূর্ণমিলনীতে বিদ্যালয়টির প্রাক্তন বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। দিনভর পুরোনো বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা। নবীন-প্রবীন শিক্ষার্থীদের এক মিলনমেলায় রুপ নেয় পূর্ণমিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির শিক্ষার্থীরা ও ঢাকা থেকে আগত শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। চীফ হুইপসহ নের্তৃবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।