দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়-শিবচরে দূর্গাৎসবে চীফ হুইপ লিটন চৌধুরী

মোঃ আবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস ,মিশন চক্রবর্ত্তী ও তুষার সাহাঃ
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ধর্মের জন্য নয়, দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়। এটা ধরে নিলে হবে না এটা শুধু মন্দিরেই হবে। বৃহস্পতিবার বিকেলে জেলার শিবচর সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরে দূর্গাৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আগে চীফ হুইপ আধুনিক শশ্মানখোলা উদ্বোধন করেন। এরআগে চীফ হুইপ গনউন্নয়ন সমবায় সমিতি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক, বাশকান্দির বাওরকান্দি সানকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,বাশকান্দি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ভবন ও বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন উদ্বোধন করেন। মন্দির কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) অমুল্য কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, মেয়র মোঃ আওলাদ হোসেন খান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর ঘোস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত রাহা, জেলা সহসভাপতি স্বপন রায়, উপজেলা সাধারন সম্পাদক প্রদ্যুৎ সরকার, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ রায় প্রমুখ।
চীফ হুইপ বলেন, ভয়ের কিছু নাই। শিবচরের মানুষ কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ দেখে না। মসজিদ মন্দিরে আমরা উন্নয়ন করি। সমাজে কিছু খারাপ লোক থাকে। যারা মন্দির মসজিদে বিভিন্ন ঘটনা ঘটায়। এটা যে শুধু হিন্দু ধর্মালম্বীদের সাথে ঘটে শুধু তাই নয়। বাংলার মাটিতে আমাদের ঈদের নামাজেও বোমা ফুটতে দেখেছি। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানেও এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এটা যে শুধু ধর্মের জন্য তা না। দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়। এটা ধরে নিলে হবে না এটা শুধু মন্দিরেই হবে।