আদালতের নির্দেশে শিবচরে এক আসামীর বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ

শিবচর বার্তা ডেক্স:
এনজিও থেকে ঋন নিয়ে পরিশোধ না করার মামলায় আদালতের নির্দেশে শিবচরে এক আসামীর বাড়ি থেকে মালামাল জব্দ করেছে পুলিশ।
পুুলিশ জানায়, একটি এনজিও থেকে ঋন নিয়ে পরিশোধ না করায় ঋন গ্রহীতা মাদারীপুরের শিবচরের কাদিরপুর ইউনিয়নের মুন্সি কাদিরপুর চরকান্দি গ্রামের শাজাহান শনির স্ত্রী মিলন বিবির (৪২) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে ওই এনজিও। ওই মামলায় পলাতক রয়েছে আসামী মিলন বিবি। আদালত ফরিদপুর ভাঙ্গা সিআর মামলা নং-৭৮/২৩ এর পরোয়ানা জারি করায় আদালতের নির্দেশে বুধবার শিবচর থানার এসআই মো: আলমগীর হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল মিলন বিবির বাড়িতে অভিযান চালিয়ে ১ টি এ্যাশ কালারের পুরাতন স্টীলের আলমারী, ১ টি কফি রংয়ের পারটেক্সের পুরাতন ড্রেসিং টেবিল ১ টি প্লাস্টিকের পুরাতন ডাইনিং টেবিল, ১ টি সিলভার রংয়ের পুরাতন ডাবল বার্নার্ড গ্যাসের চুলা, ১ টি কালো রংয়ের প্লাস্টিকের পুরাতন স্ট্যান্ড ফ্যান, ১ টি এ্যস-কালো ও লাল রংয়ের পুরাতন রাইচ কুকার, ১ টি ঢাকনা সহ মাঝারি সাইজের পুরাতন পাতিল, ১ টি পুরাতন খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
শিবচর থানার এসআই মো: আলমগীর হোসেন বলেন, একটি এন.আই.এ্যাক্ট মামলায় আদালতের নির্দেশে পলাতক আসামীর বাড়ি থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।