মাদারীপুরে মা বাবার সামনেই সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
ঈদ করতে পরিবার নিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি মাদারীপুরে ফিরছিলেন লিটন মাতুব্বর। দুরপাল্লার কোন বাসে আসন না পাওয়ায় তারা ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত পোঁছন। এরপর মাহিন্দ্রায় (থ্রি হুইলার) করে বাড়ির পথে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে নিহত হয় লিটন মাতুব্বরের একমাত্র মেয়ে তানজিলা (১০)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তানজিলার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায়। সে ঢাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রাজৈর থানা, হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থেকে কোন দুরপাল্লার বাস না পেয়ে লিটন মাতুব্বর তার স্ত্রী ও দুই ছেলে মেয়েকে ভেঙ্গে ভেঙ্গে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসেন। পরে তারা একটি লোকাল বাসে করে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। এরপর একটি মাহিন্দ্রা ভাড়া করে তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় যাচ্ছিল। মাহিন্দ্রাটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গেলে বরিশাল থেকে আসা বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এ সময় মাহিন্দ্রা থেকে তানজিল মহাসড়কে ছিটকে পড়লে ওই পিকআপ ভ্যানটির চাকায় পিষ্ট হয় সে। পরে স্থানীয় লোকজন গুরতর অবস্থায় তানজিলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত তানজিলার বাবা লিটন মাতুব্বর বুক চাপরাতে চাপরাতে বলেন, ‘ভালোভাবেই ঢাকা থেকে আসতেছিলাম। বাড়ির কাছাকাছি আইসা কি থিকা কি হইয়া গেলো। মেয়েটা আমার চোখের ছটফট করতে করতে মাইরা গেলো। বাবা হইয়া আমি কিছুই করতে পারলাম না।’
পরিবারের বরাত দিয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ থানার পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘ঈদ উপলক্ষে ঢাকা থেকে মা-বাবা সঙ্গে বাড়ি ফিরছিল তানজিল। তারা দুরপাল্লার কোন বাস না পেয়ে ভেঙ্গে ভেঙ্গে টেকেরহাট পর্যন্ত আসেন। পরে একটি মাহিন্দ্রায় করে বাড়িতে ফেরার পথে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে মারা যায় তানজিল। ওই পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় ঘোষ বলেন, ‘মাহিন্দ্রাটি একটি ছোট যানকে ওভারটেক গিয়েই মূলত পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। শিশু তানজিল মহাসড়কে পড়ে ওই পিকআপের চাকায় পিষ্ট হয়। পরে হাসপাতারে নেওয়া হলে প্রচন্ড রক্তক্ষরণে সে মারা যায়।’