মাদারীপুরে ভগ্নিপতি কর্তৃক শ্যালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে শ্যালক রিপনকে (২৬) ঘরের মধ্যে আটকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুলাভাই রাজ্জাক ফকিরসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসি। মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপি রাজৈর উপজেলা হাসপাতাল সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর খান লেলিন, সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সাবেক ছাত্রলীগের সভাপতি মস্তফা মনির সুজন, বাদশা মিয়া, রাজা মিয়া, কাউন্সিলর মহসিন ফকির, নিহতের পিতা আবদুর রউফ শেখ, হাবিব মিয়া প্রমুখ ।
স্বজনরা জানান, রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পরকীয়ার সন্দেহের জের ধরে রবিবার বিকেলে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ নিকটতম গ্রাম পশ্চিম রাজৈর থেকে ছুটে আসে এবং মারধর ঠেকাতে গেলে তাকে ঘরের মধ্যে আটকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে রিপন শেখ মারা যায়। এ ঘটনায় সোমবার নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই রাজ্জাকসহ ৭ জনকে আসামী করে রাজৈর থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ অভিযুক্তের মা রুমা বেগমকে গ্রেফতার করেছে ।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, নিহতের ঘটনায় অভিযুক্ত রাজ্জাকের মা রুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।