মাদারীপুরে ১ লাখ ৪৫ হাজার ৫৬৩ শিশুকে করোনা টিকা দেয়া শুরু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ১ লাখ ৪৫ হাজার ৫ শ ৬৩ জন শিশুকে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌর শহরে ১ লাখ ৪৫ হাজার ৫ শ ৬৩ জন শিশুকে টিকার আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আলগী প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মুনীর আহমেদ খান। এছাড়া মাদারীপুর পৌর শহরের মডেল প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ভেতরে স্কুলগুলোতে ১৫ হাজার শিশুকে টিকার আতওতায় নিয়ে আসতে আবাসিক মেডিকেল অফিসার হরষিত বিশ্বাস শিশুদের টিকাদান কর্মসূচী শুরু করেন। জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার শিশুদের করোনা টিকার আওতায় নিয়ে আসতে পুরো অক্টোবর মাসজুড়েই টিকাদান কর্মসূচী চলবে বলে জানায় সিভিল সার্জন অফিস।