মাদারীপুরে স্মার্ট কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে কৃষি কর্মকর্তাদের নিয়ে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ (আধুনিক জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের খামারবাড়ি এলাকায় কৃষি সম্পাসারণ অধিদপ্তরের কার্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে বেসরকারি সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস-এর আয়োজনে এই কর্মশালায় জেলার ১৫ জন কৃষি বিষয়ক কর্মকর্তাসহ ২৩ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষি খাতকে আধুনিকরণ করতে বিভিন্ন উপকরণ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক সন্তোষ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের লাইভলিহুডস এন্ড স্কিলস ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মো. জহিরুল ইসলাম, হর্টি কালচার সেন্টারের উপপরিচালক আশুতোষ কুমার বিশ্বাস, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা জামিল হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইসরাত জাহান, অগ্রযাত্রা ক্লাইমেট চেইঞ্জ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো. তুহিন ইসলাম, রাজৈর উপজেলার কৃষি কর্মকর্তা শ্বাশ্বতী ছন্দা দেবনাথ প্রমুখ।