মাদারীপুরে প্রশিক্ষণার্থীরা পেল বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও ড্রাইভিং সনদ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার দুপরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী জেলার তিনটি উপজেলার দরিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করেন।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, তিন মাস মেয়াদী কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৩ শ ২৫ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটারে ১শ ও ড্রাইভিং প্রশিক্ষণে ১শ জনের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১ শ ২৫ জনের মধ্যে আজ ২০ জনের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের সেলাই মেশিন দেওয়া হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আ: মান্নান লষ্কর, নূরজাহান পারুল, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আয়শা সিদ্দিকা মুন্নি প্রমূখ উপস্থিত ছিলেন।