মাদারীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

মাদারীপুর প্রতিনিধি :
‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাদারীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে সোমবার সকাল ১০টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রেব করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক হয়ে জেলা সরকারি গ্রন্থাগার চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরিয়ান মোহাম্ম্দ সাইদুর রহমানের সভাপতিত্বে ও কথা সাহিত্যিক মাসুদ সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, জেলা শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রণি, জেলা বেসরকারী গ্রন্থাগার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওয়াদ হোসেন, ল্যাব মাদারীপুরের সভাপতি তাসলিমা খানম, বীর মুক্তিযোদ্ধা কবি ও গবেষক আকন মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন বৈদ্য, কবি ও কথা সাহিত্যিক মিলন সব্যসাচী, কবি ও প্রাবন্ধিক সুবল বিশ্বাস, গ্রন্থাগার পেশাজীবীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণগ্রন্থাগারের পাঠকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৫০ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।