মাদারীপুরে উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি:
ঝড়ে পড়া শিশুদের শিক্ষা কর্মসূচির আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাদারীপুরে নারী বিকাশ কেন্দ্রে সদর উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উদ্যোগ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারী বিকাশ কেন্দ্রের আয়োজনে উপজেলা পর্যায়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাসুদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হোময়রা লতিফ পান্না। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেমক্লাবের সভাপতি শাহজাহান খান, সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান, দেশ ডেভলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লা, মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষানুরাগি, সমাজসেবকরা উপস্থিত ছিলেন। এসময় ঝড়ে পড়া শিশুদের শিক্ষা বিকাশে নানা কর্মসূচি বিয়ষ আলোচনা করা হয়। আগামীতে মাদারীপুরে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।