বনভোজনের বাসে আসনে বসাকে কেন্দ্র করে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে বনভোজনের বাসে আসনে বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দফায় দফায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২৫ জনকে গুরতর আহত অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এদের মধ্যে ২৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন অমল হালদার (৫০), সুমন হালদার (২৪), রবিন হালদার (৩০), রাধিকা হালদার (৫০), লিটন হালদার (৪২), বিপ্লব হালদার (৫০), মনমোহন হালদার (৪২), শ্যামল হালদার (৫৭), রয়েন হালদার (৪৫), বিশু হালদার (৫২), মানিক হাওলাদার (৪৫), অখিল হালদার (৫৫), নারায়ন হালদার (৪৫), পরিতোষ হালদার (৪৫), প্রতাপ হালদার (২৫), প্রেমানন্দ হালদার (৫৭), খিরোদ বৈরাগী (৬০), অধীর রায় (২৫), মুনমত রায় (৩০), রতন শিকদার (৪৫), প্রকাশ বৈরাগী (১৭), শান্ত মন্ডল (১৮), বাবুল মৃধা (১৮)। তাঁরা সবাই কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার পূর্ব কলাগাছিয়া এলাকায় ‘নিত্যনন্দ গোস্বামী স্মৃতি সংঘ’ নামের একটি সেবামূলক সংগঠনের পক্ষ থেকে নড়াইল জেলায় বনভোজনের আয়োজন করা হয়। এই বনভোজনে অংশ নেন স্থানীয় তরুণ ও যুবকরা। বনভোজন থেকে মাদারীপুরে ফেরার পথে বাসের আসনে বসা নিয়ে মিল্টন হালদারের সঙ্গে প্রকাশ ও উজ্জ্বল বৈরাগীর বাকবিতন্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে হালদার ও বৈরাগী বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালে ২৫ জন রোগী এসেছেন। আহতদের সবার মাথায়, হাত, পা ও বুকে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। এদের মধ্যে রবিন হালদার ও শ্যামল হালদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমাদের এখানে ভর্তি রোগীদের সাধ্যমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
হামলায় আহত পরিতোষ হাওলাদার বলেন, ‘আমি বনভোজনে যাই নাই। তবুও বৈরাগী বংশের লোকজন এসে আমাদের লক্ষ্য করে হামলা চালায়। পরে আমরাও পাল্টা হামলা চালাইছি।’
আহত আরেকজন সুমন হালদার বলেন, ‘বাসের সিটে বসা নিয়ে মিল্টন হালদারের সঙ্গে প্রকাশ ও উজ্জ্বল বৈরাগীর কথা কাটাকাটি হয়। এই জের ছাড়াও বৈরাগী বংশের সঙ্গে হালদার বংশের পূর্ব বিরোধ ছিল। এসব কারণেই প্রকাশ বৈরাগী, উজ¦ল বৈরাগী, গোলক বৈরাগী, অমল বৈরাগীসহ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের ওপরে প্রথমে হামলা চালায়।’
পাল্টা অভিযোগ করে আহত প্রকাশ বৈরাগী বলেন, ‘বাসের মধ্যে ঝামেলা বাসেই সমাধাণ করে দিছে আমাদের সভাপতি অংশুপ্রতি ভক্ত। এরপরেও মিল্টন হালদার তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে আমাদের লোকজন তা প্রতিরোধ করেন।’
কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো. রায়হান কবির বলেন, ‘বনভোজন থেকে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে এলাকার মুরুব্বিরা সালিশও করে দিছে, তারপরেও হালদার ও বৈরাগী বংশের লোকজন নিজেদের আধিপত্য দেখাতে সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের লোকজনই হামলায় আহত হয়েছেন।
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বনভোজন থেকে মূলত ঘটনার সূত্রপাত। পরবর্তীতে দুই বংশের লোকজন তাদের আধিপত্য দেখাতে ইটপাটকেল ছোড়াছুড়ি করে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় কোন প্রকার লিখিত অভিযোগ করেনি, অভিযোগ দিলে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।