কোভিড ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধকরনে মাদারীপুরে তথ্য অফিসের সড়ক প্রচার শুরু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে কোভিড ভ্যাকসিন গ্রহনে মানুষকে উদ্বুদ্ধকরনে জেলা তথ্য অফিসের সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শনিবার দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে গত ২০ ফেব্রুয়ারি থেকে মাদারীপুরের ৫ উপজেলায় পর্যায়ক্রমে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক প্রচার কার্যক্রম চলছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা তথ্য অফিসের উদ্যোগে সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারনা চলবে। দু‘শিফটে জেলার সদর, কালকিনি, রাজৈর, শিবচর ও ডাসার উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক প্রচার কার্যক্রম চলছে। ২৬ ফেব্রুয়ারি ১২ বছরের উর্ধ্বে শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সের মানুষ যারা এখন পর্যন্ত টিকা গ্রহণ করেননি তারা প্রত্যেকে টিকা নিতে পারবেন। তাই ১২ বছরের উর্ধ্বে প্রথম ডোজ টিকা এখনও যারা নেয়নি তারা যেন অবশ্যই শনিবার জেলার যে সকল টিকাদান কেন্দ্র রয়েছে সেখানে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন।