মাদারীপুরের কালকিনিতে ভিডিও কনফারেন্সে ৫ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন ড.আবদুস সোবহান গোলাপ এমপি

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে ১৩’কোটি টাকা ব্যায়ে ৮’হাজার ২’শ মিটার রাস্তার কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলিনগড় ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে ২০২০-২১ অর্থবছরে মাদারীপুর,শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন কেন্দ্রীয় আ.লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ। এতে ব্যয় ধরা হয়েছে ১৩’কোটি ৭’লক্ষ ৫২’হাজার ২৪১’টাকা ২০পয়সা। এ সড়ক নির্মাণ হলে এ জনপদের মানুষ জেলা সহ বিভাগীয় শহরগুলোতে অনাআসে যাতায়তা করতে পারবেন। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, থানা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,কালকিনি থানা আলীগের যুগ্ন-সাধারন সম্পাগক লোকমান সরদার,আলী নগড় ইউপি চেয়ারম্যান মিলন সরদার প্রমূখ।