হোম আইসোলেশনে থেকেই করোনা মুক্ত হলেন শিবচর ইউএনও মো: আসাদুজ্জামান

শিবচর বার্তা ডেক্স :
করোনা জয় করে সুস্থ্য হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। সরকারী বাসায় হোম আইসোলেশনে থেকেই তিনি সুস্থ্য হন। সোমবার দুপরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউনকৃত শিবচর উপজেলার প্রথম সাড়ির যোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, হঠাৎ করে জ্বরে আক্রান্ত হওয়ায় করোনা পরীক্ষার জন্য গত ৭ জুন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা প্রদানের পর থেকে তিনি বাসাতেই অবস্থান করছিলেন। গত ১৩ জুন তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্ট অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত হন। সেই থেকে তিনি নিজ বাসাতে হোম আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মমাফিক চলেন। শারিরিকভাবে সুস্থ্যতা ফিরে আসায় গত ২১ জুন স্বাস্থ্য বিভাগ দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। সোমবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় তিনি নেগেটিভ। এর আগে গত ২৩ জুন আবারও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। তৃতীয়বার পাঠানো নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বাসাতেই অবস্থান করবেন বলে নিশ্চিত করেন।