স্পিডবোট দূর্ঘটনায় চালক-মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

শিবচর বার্তা ডেক্স:

শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সাথে স্পিডবোটের দূর্ঘটনায় মঙ্গলবার সকালে চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শিবচর থানায়। কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে বোটের চালক শাহালম, মালিক চান্দু ও রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খান নামের চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। এদিকে শিবচর থানা সূত্রে জানা গেছে, দূর্ঘটনায় আহত চালক শাহালমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকে সকালে শিবচর থানায় বোটের চালক, ২ মালিক, ঘাটের ইজারাদারের নামসহ অজ্ঞাত একাধিক জন উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্স্থলেই ২৬ জনের মৃত্যু হয়।