শিবচরে ভ্যানচালকের মেয়ে সুমাইয়া পেল মানবিকে গোল্ডেন জিপিএ-৫, লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে সংশয়

শিব শংকর রবিদাস ও মিশন চক্রবর্তী:
এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীরা যখন আনন্দে উল্লাসে মেতে উঠেছে এর উল্টো চিত্র মানবিকে গোল্ডেন জিপিএপ্রাপ্ত সুমাইয়া আক্তারের বাড়িতে। সুমাইয়ার বাবা ভাল ফলাফলের খবর পেয়ে মেয়েকে স্কুলে পৌছে দিয়েই ফিরে যান নিজ পেশা ভ্যান চালাতেই। মাদারীপুরের শিবচরের পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের অতিদরিদ্র ভ্যানচালকের মেয়ে অদম্য মেধাবী এই শিক্ষার্থী ভাল কলেজে ভর্তির প্রস্তুতির পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়ার চিন্তায় উদ্বিগ্ন।
সরেজমিন জানা যায়, জেলার শিবচরে মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামের দরিদ্র ভ্যান চালক মোঃ হবি মোল্লা ও তাসলিমা বেগমের ৪ সন্তানের তৃতীয় মেয়ে সুমাইয়া আক্তার। পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনের শিকার হয়ে চরজানাজাত থেকে এই এলাকায় এসে বছরে পাঁচ হাজার টাকা খাজনায় এক টুকরো জমি ভাড়া নিয়ে দোচালা ঘর তুলে বসত গড়ে হবি মোল্লার পরিবার। এরপর বড় মেয়ের বাচ্চা হওয়ার পর স্বামী তাড়িয়ে দেয়ায় সেও আশ্রয় নিয়েছে এ বাড়িতে। সবমিলিয়ে সংসার চালানো নিয়েই হিমশিম পরিস্থিতি। দিন এনে দিন খাওয়া পরিবারটির কাছে লেখাপড়া স্বপ্নের মতো হলেও সুমাইয়ার ছিল অদম্য ইচ্ছা শক্তি। প্রতিদিন আধা ঘন্টার মতো পায়ে হেটে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে যেত আবার ফিরতো একইভাবে। ৯ম শ্রেনীতে পড়া অবস্থায় মা বাবা বিয়ে ঠিক করলে সুমাইয়া প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নিলে তার আশ^াসে ও সহায়তায় চলতি বছর এসএসসিতে অংশ নেয়। ফরম ফিলাপের টাকাও দেয় প্রধান শিক্ষক। সব বই না থাকায় বন্ধুদের কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়তো অদম্য সুমাইয়া । পরীক্ষাকালীন সময়ে সুমাইয়াকে বিশেষ কোন খাবারও দিতে পারেনি পরিবারটি। হাতেগোনা দুটো ড্রেস পড়ার মতো রয়েছে তার। পরীক্ষার পর মিষ্টিও নেয়নি বাড়িতে বাবা। মেয়ে কোথায় পড়তে চায় জিজ্ঞাসা করলে মা বাস্পরুদ্ধ হয়ে উঠেন। পাশে বসে মেয়ে ওড়না দিয়ে চোখ মুছেন। সুযোগ পেলে ঢাকায় ভিকারুন্নেছা কলেজে পড়তে চায় সুমাইয়া । কিন্তু অর্থাভাবে কলেজে ভর্তি ও যাতায়াত ব্যয় নিয়েও শংকিত পরিবারটি।
সুমাইয়ার মা তাসলিমা বেগম বলেন, আমরা কোনদিন সুমাইয়াকে পারিনি ভাল কোন খাওয়ার খাওয়াতে। অনেক দূরের স্কুলে যেতো পায়ে হেঁটে। কখনো ওর বাবা পৌছে দিতো। আমার মেয়ের স্বপ্ন অনেক বড়। কিন্তু ওর স্বপ্ন পূরন করার সাধ্য আমাদের নেই। তাইতো একবার বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু স্কুলের হেডস্যার দিতে দেয়নি। ওর লেখাপড়া চালানোর জন্য অনেক সহযোগিতা করেছে স্যারেরা। এখন ওর ভবিৎষত লেখাপড়া কিভাবে চালাবো সেটাই বুঝতে পারছি না। সকলে সহযোগিতা করলে হয়ত আমার মেয়ের স্বপ্ন পূরন হবে।
সুমাইয়ার বাবা মোঃ হবি মোল্লা বাস্পরুদ্ধ কণ্ঠে বলেন, অন্যের ক্ষেতে কামলা দিয়ে সংসার চালাইতে হিমশিম খাচ্ছিলাম। তখন কিছু টাকা ঋন করে একটা ভ্যান কিনছি। ভ্যান চাইয়া কোন রকমে ৭ জনের সংসার চালাই। পারিনাই মেয়েটারে কোন দিন ভাল একটা ড্রেস কিনে দিতে। স্কুলের স্যারেরা সাহায্য না করলে ওর লেখাপড়াই হইতো না। এখন কিভাবে ভাল কলেজে ভর্তি করবো তাইতো বুঝতে পারছি না। ওর স্বপ্ন অনেক বড় কলেজে পড়ার। আমি সকলের সহযোগিতা চাই।
অদম্য মেধাবী সুমাইয়া আক্তার বলেন, স্কুলের হেডস্যারসহ অন্যান্য স্যারদের সহযোগিতা না পেলে ভাল ফলাফল দুরের কথা আমারতো লেখাপড়া করাই হতো না। আমার বাবা ভ্যান চালিয়ে অনেক কষ্ট করে আমাদের সংসার চালান। আমি যখন দশম শ্রেনীতে পড়ি তখন ফরম ফিলাপসহ অন্যান্য খরচের চিন্তায় আমার লেখাপড়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। তখন হেডস্যারকে বললে সে আমার ফরম ফিলাপের দায়ীত্ব নেয়।, খাতা, কলম, বই দিয়েছে। আমার ইচ্ছা ঢাকায় ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার। কিন্তু আমার বাবা মায়ের পক্ষে এতবড় খরচ চালানো সম্ভব না। তাই কিভাবে লেখাপড়া চালিয়ে নেবো কিছুই বুঝতে পারছি না।
পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল হক বলেন, সুমাইয়া আক্তার খুবই মেধাবী একজন শিক্ষার্থী। তবে অতি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওর লেখাপড়া চালিয়ে যাওয়া খুবই কষ্টকর ছিলো। সুমাইয়া বিষয়টি আমাকে জানানোর পর আমি বিভিন্ন সময়ে ওকে সহযোগিতা করার চেষ্টা করেছি। টাকা ছাড়াই ওর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করিয়ে দিয়েছি। ও আজ ভাল একটি ফলাফল অর্জন করেছে এতে আমরা সবাই খুুবই আনন্দিত। তবে সুমাইয়ার ভবিৎষত লেখাপড়ার খরচ বহন করা ওর পরিবারের পক্ষে সম্ভব না। তাই সমাজের সকল বিত্তবান মানুষ যদি সহযোগিতার হাত বাড়ায় তবে মেধাবী সুমাইয়া ভবিৎষতে অনেক বড় স্থানে জায়গা করে নেবে বলে আমার বিশ^াস। সুমাইয়াকে সহযোগিতা করতে ০১৭১২৬৫০০৪৯ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।