শিবচরে বিপুল পরিমান চোরাই ডিজেল ও মবিলসহ একজন আটক

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে ২০ ব্যারেল চোরাই ডিজেল ও ২ ব্যারেল মবিলসহ একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাদবরচর ইউনিয়নের হাজী শুকুর হাওলাদারকান্দি গ্রামের কাওরাকান্দি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। অভিযানকালে ২০ টি ব্যারেল ভর্তি ৩ হাজার ৪ শ ৫০ লিটার ডিজেল তৈল ও ২ টি ব্যারেল ভর্তি ২ শ ২০ লিটার মবিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেলের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা ও মবিলের মূল্য প্রায় ৩৯ হাজার ৬শ টাকা। এসময় পুলিশ চোরাই ডিজেল ও মবিল বিক্রির অপরাধে ব্যবসায়ী মো: জলিল মোড়লকে (৪০) আটক করে। আটককৃত জলিল মোড়ল উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মৃত হালিম মোড়লের ছেলে। শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, আটককৃতের একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।