শিবচরে পরিত্যক্ত ঘর থেকে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর ও মিশন চক্রবর্ত্তী :
পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন শিবচরে একটি পরিত্যক্ত ঘর থেকে দাহ্য জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসানো হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা (৪৩) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি ওই পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজী কান্দি গ্রামে স্থানীয় মোশারফ দফাদার একটি টিনসেডের ঘর তুলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চাকুরীর সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। সোমবার বিকেলে পরিত্যক্ত ওই ঘরের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলছিল। এসময় দূর্গন্ধ পেয়ে শিশুরা ঘরের খোলা দরজায় উকিঁ দিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে অভিভাবকদের জানায়। পরে স্থানীয় লোকজন শিবচর থানায় খবর দিলে রাত আনুমানিক ৮ টার দিক সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপ পরিদর্শক সঞ্জীব জোয়ারদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে। উদ্ধারকৃত লাশটির পা ও হাতসহ শরীর শক্ত রশি দিয়ে বাঁধা এবং মুখমন্ডল পেট্রোল বা বিষাক্ত কোন দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো অবস্থায় ছিল। পড়নে বাসন্তি রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট রয়েছে। ওই অজ্ঞাতনামা ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে পরিত্যক্ত ঘরটিতে এনে দাহ্য বা বিষাক্ত পদার্থ দিয়ে মুখমন্ডল ঝলসিয়ে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যাক্তিকে হত্যা শেষে প্রায় ৭-৮ দিন আগে লাশটি এখানে এনে দাহ্য বা বিষাক্ত জাতীয় পদার্থ দিয়ে মুখমন্ডল পুড়িয়ে পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি।