শিবচরে এক পুলিশ সদস্যর করোনা সনাক্ত, সংস্পর্শর খোজ মিলছে না

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে এক পুলিশ সদস্যর করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ কার্যালয় সুত্রে জানা গেছে। সনাক্ত হওয়া পুলিশ সদস্যর সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের অধিকাংশ পুলিশ সদস্য কার্যত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে কোথা থেকে পুলিশ সদস্য আক্রান্ত হলো তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই পুলিশ সদস্য সহকারী পুলিশ সুপার কার্যালয়ের আভ্যন্তরীন কাজে কর্মরত রয়েছেন। তার নিকট সংস্পর্শে থাকা আরো ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে শিবচরে করোনা ভাইরাস আক্রান্ত হলো ২৮ জন। যাদের মধ্যে ৩ জন মারা গিয়েছে। গতকাল শিবচর পল্লী বিদ্যুত কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী সিনহা খসরু(৫২) করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তার স্ত্রী ও ২ ছেলেকে উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগের দিন একই উপজেলার মাদবরচর ইউনিয়ন পরিষদের সচিব করোনা সনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যর করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে ও ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।