শিবচরে এক ঔষুধ ব্যবসায়ী করোনা আক্রান্ত, বাড়ি ও দোকান লকডাউন

শিবচর বার্তা ডেক্স:
শিবচরে এক ঔষুধ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যবসায়ীর বাড়ি ও দোকান লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের এক ঔষুধ ব্যবসায়ী গত কয়েকদিন ধরে ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। গত ৯ জুন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ভাইরাস টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানের পর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ বিভাগের হাতে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই ব্যবসায়ীর দোকান ও বাড়ি লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গত ৯ জুন ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে ওই ব্যবসায়ীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ও বাকি ১০ জনের নেগেটিভ এসেছে। ওই ব্যবসায়ীর দোকান ও বাড়ি লকডাউন করা হয়েছে।