শিবচরের মতো সকল ধর্মালম্বীদের পবিত্র আবাসভূমির মতো অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু-ড.চন্দ্রনাথ পোদ্দার

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর, মিঠুন রায় ও মো: হাসান মোল্লা :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ড.চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, চীফ হুইপ লিটন চৌধুরীর মতো নেতা সারাদেশে থাকলে আমি বিশ্বাস করি বাংলাদেশ অবিলম্বে সেই স্বপ্নের সোনার বাংলা, ডিজিটাল বাংলা, বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়ীক বাংলা অবশ্যই হবে। আর সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বেই হবে। অনেক সংসদ সদস্য আছেন যারা মহান সংসদে শপথ নেন ধর্ম, বর্ন নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে থাকার। কিন্তু অতীত দিনগুলোতে আমরা অত্যান্ত দুঃখের সাথে লক্ষ করেছি যারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। মন্দির,শ্বশ্মান ও সনাতন ধর্মালম্বীদের জায়গা দখল করার পক্ষে কাজ করেছেন। কিন্তু শিবচরে এমন একজন মানুষ আমরা পেয়েছি যিনি শুধু শিবচরের নন সারা দেশের এক উজ্জ্বল দৃষ্ঠান্ত। এমন মানুষকেই আমরা জাতীয় সংসদে চাই। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে নির্বাচিত নতুন সরকার বঙ্গবন্ধুর আকাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা, অসাম্প্রদায়ীক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা প্রতিষ্ঠিত হবে। যেখানে শিবচরের মত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি প্রত্যেকটি অঞ্চলে বাংলাদেশের ৩ শটি সংসদীয় আসনে এই শিবচরের মত সকল মানুষের, সকল সম্প্রদায়ের একটি পবিত্র আবাসভূমি হবে। বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ক্রোকচর যদুবাড়ি লোকনাথ ব্রক্ষচারী মন্দিরের নাট মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে চীফ হুইপ শিবচর পৌরসভার কালী বাড়ি মন্দিরের ৫৬ তম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানগুলোতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার , শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: রব্বানী, ওসি সুব্রত গোলদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, গন-সংযোগ বিষয়ক সম্পাদক বিনয় কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন রায়, সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আরো বলেন, অসাম্প্রদায়ীক বাংলাদেশরই স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধু দেখেছিলেন। বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চেয়েছিলেন বলেই মুসলিম আওয়ামী লীগ থেকে মসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগের নের্তৃত্বে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু আমরাদের দূর্ভাগ্য, আমরা অকৃতজ্ঞ জাতী বঙ্গবন্ধুর মত একজন মহান নেতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। তিনি শুধু বাংলাদেশের নন তিনি পৃথিবীর নেতা। এমন কোন দ্বিতীয় ব্যক্তি পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা বাংলাদেশে কাজ করছে। পূজা করার জন্যই শুধু পূজা পরিষদ নয়, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন পাকিস্থানী প্রেত্মারা আবার সাম্প্রদায়ীকতা এনে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছিলো তখনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশেকে এগিয়ে নেয়ার জন্য। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হয় তবে বাংলাদেশ হবে পৃথিবীর অনন্য অসাধারন উন্নত, মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়ীক বাংলাদেশ। যেখানে ধর্মের কারনে কেউ নিগ্রহের শিকার হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে এবং তার আস্থাভাজন মাননীয় চীফ হুইপের নের্তৃত্বে আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই।