ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ যাওয়ার প্রাক্কালে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে-চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর ও মো: মোস্তাফিজুর রহমান :
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যখনই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা যখনই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিক যাচ্ছি আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে পৌরসভা এসোশিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম সচিব মোঃজসিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় সাধারন সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান। অনুষ্ঠানে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর ফরিদপুর অঞ্চলের কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান ও সাধারন সম্পাদক পদে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরার নাম ঘোষনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এসময় চীফ হুইপ আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে যে নীলনকশা করে হত্যা করা হয়েছিল তারপর থেকে পরাজিত শক্তি থেমে নেই। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি দলের সভাপতি কিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তাদের এই যে খারাপ রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পেছনে ফিরে তাকালে চলবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।