কিছুদিনের মধ্যে বিভিন্ন স্থানের মানুষ শিবচরে এসে স্বাস্থ্য সেবা নিবে ও শিক্ষার্থীরা পড়াশোনা করবে-চীফ হুইপ লিটন চৌধুরীর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

শিবচর বার্তা :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন শিবচরের মানুষকে চিকিৎসা সেবা পেতে ও শিক্ষার্থীদের পড়াশোনা করতে ঢাকা যেতে হতো। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে মানুষ শিবচরে চিকিৎসা সেবা নিতে আসবে এবং দেশ বিদেশ থেকে ছাত্র-ছাত্রীরা এসে শিবচরের মাটিতে পড়ালেখা করবে। এটাই আমাদের স্বপ্ন। শনিবার শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় চীফ হুইপ প্রবাসীরা দেশের অর্থনৈতিক শক্তি উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
এসময় চীফ হুইপ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা উন্নত বাংলাদেশ পেতাম না। ১৯৯৬ সরকারে ক্ষমতায় আসার পরে তিনি অবকাঠামো উন্নয়ন ও একটি উপজেলাকে গ্রাম থেকে শহরে রুপান্তরিত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। আজকে আমরা অনেক কিছ্ ুদেখেছি যে, নির্বাচিত জনপ্রতিনিধিদের শক্তি বৃদ্ধি করা, কাজের সুযোগ দেয়া, প্রশাসনকে গ্রামে পৌছে দেয়াসহ বিভিন্ন কর্মসূচীই কিন্তু তিনি নেন। সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা শিবচরবাসী গ্রহন করে এটা নিয়ে কিন্তু গর্ব করি। ৯৬ সরকারের সময় বাংলাদেশে যখন প্রথম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান শুরু হয় আমরা শিবচরবাসী প্রথম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করি। পরবর্তী আওয়ামীলীগ সরকারের সময় যখন আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন আসে সেটাও কিন্তু বাংলাদেশের মধ্যে আমরাই শিবচরে প্রথম নির্মান কাজ শেষ করে উদ্বোধন করি। বর্তমানে যখন সারাদেশে ১শ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মান শুরু হয় তখনো কিন্তু আমরাই সর্ব প্রথম শিবচরে বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মান কাজ শেষ করে উদ্বোধন করি এবং ক্লাস শুরু করেছি। হাউজিং প্রকল্পও কিন্তু দেশের মধ্যে সর্ব প্রথম আমরাই করেছি এবং বর্তমানে সেখানে বাড়ি নির্মান করে মানুষ বসবাস করছে। ভৌগলিক দিক থেকে শিবচর কিন্তু নদী বেষ্ঠিত। আমাদের একদিকে পদ্মা ও আরেকদিকে আড়িয়াল খা নদী রয়েছে। পুরো শিবচর নদী বেষ্ঠিত হওয়ায় মানুষের চলাচল ও মালামাল বহনের জন্য নদীপথের সুবিধা আমাদের রয়েছে। আর চারদিকে নদী থাকায় অসংখ্য ব্রীজ, কালভার্ট নির্মানের মাধ্যমে শিবচরের প্রতিটি ইউনিয়নের সাথে সড়কপথে আধুনিক যোগাযোগের ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছি। সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় আমরা আধুনিক ভবন নির্মানের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করেছি। স্বপ্নের পদ্মাসেতু পাড় হওয়ার পর প্রথম উপজেলা কিন্তু শিবচর। এই শিবচরেই কিন্তু ২ টি রেল স্টেশন হবে। তাই রেল যোগায়োগ, সড়ক যোগাযাগ ও নৌ যোগাযোগের কারনে আজকে শিবচরের গুরুত্ব অনেক বেড়েছে। আমরা দেখেছি বিভিন্ন স্থানে ইন্ড্রাষ্টি শহর হয়েছে। ঢাকার পাশে জয়দেবপুর, গাজিপুর, নারায়নগঞ্জ একেক জায়গায় একেক রকম হচ্ছে। আমরা চেয়েছি ঢাকার পাশে শিবচর হবে বাংলাদেশের এমন একটি শহর, যে শহরে থাকবে শিক্ষা নগরী, স্বাস্থ্য নগরী। আমরা তাই শিবচরকে শিক্ষা ও স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তুলতে বেশি গুরুত্ব দিচ্ছি। এ লক্ষে ইতমধ্যেই আমরা টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেক্সটাইল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি ট্রমা সেন্টার, ১শ বেডের হাসপাতাল, আইটি ইনস্টিটিউট, নার্সি ইনস্টিটিউশনসহ অনেক কাজই আমরা করেছি। আমরা এই উপজেলাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেই পরিবেশে মানুষ আস্থা পাবে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাও কিন্তু আছে। যেখানে আজকে বাংলাদেশের সব জায়গায় কিন্তু নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানে শিবচরে কিন্তু উন্মুক্ত প্রতীকে নির্বাচন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আছে যে শিবচরে যেই জয়যুক্ত হবে বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামীলীগের লোকই জয়যুক্ত হবে। এখানে আমরা রাজনৈতিক ভাল একটি পরিবেশ তৈরি করতে পেরেছি। আজকে আমরা খুব আনন্দিত যে অতিরিক্ত সচিব সাহেবসহ ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল বিভাগের লোকজন আমাদের এখানে এসেছেন। আমরা মাননীয় মন্ত্রীর কাছে দক্ষিনবঙ্গের জন্য একটি সাইন্স সিটি চেয়ে আবেদন করেছিলাম। এই সাইন্স সিটির জন্য আমরা আজকে কিছু জমি দেখেছি আমার বিশ্বাস এই প্রতিনিধি দলের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা সাইন্স সিটি পাবো।
এসময় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরো বলেন, আজকে উপস্থিত অভিভাবক যারা আছেন তারা জানেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে শিবচরসহ বাংলাদেশের অনেক শ্রমিকরা আছে। এই যে প্রবাসীরা আছেন তারাই কিন্তু আমাদের অর্থনৈতিক শক্তি। এই অর্থনৈতিক শক্তির কারনেই কিন্তু আমরা করোনার সময় এখনো পৃথিবীর মধ্যে ভাল অবস্থানে আছি। এই অর্থনৈতিক শক্তির কারনেই কিন্তু আমরা বিনামূল্যে মানুষকে করোনার ভ্যাক্সিন দিতে পারছি। অর্থনৈতিক শক্তির কারনেই কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের অল্প খরচে পড়াশোনা করাতে পারছি। করোনার কারনে আজকে পৃথিবীতে যে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে কিন্তু বাংলাদেশ একটি ভাল অবস্থানে রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দিয়েছে। সৌদি আরব একমাত্র বাংলাদেশ থেকে লোক নেয়া শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে লোক নিবে। তাই আমরা যদি ছেলে মেয়েদের কারিগড়ি শিক্ষায় শিক্ষিত করে ওইসব দেশে পাঠাই তাহলে বিদেশে গিয়ে আপনাদের ছেলে মেয়েকে আর ফুল বিক্রি করে জীবিকা করতে হবে না। আজকে আমাদের দেশের ছেলেরা বিদেশে গিয়ে কিন্তু ফুল বিক্রি করে, শ্রমিকের কাজ করে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে বাবা, মা ভাই বোনসহ পরিবারের চাহিদা পূরন করে এবং বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখে। তাই মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছে এই সুযোগ আমাদেরকে নিতে হবে। শিবচরে ইতমধ্যে আমরা অনেকগুলো মেগা প্রকল্প গ্রহন করেছি। সেখানে যদি আপনাদের ছেলে মেয়েরা চাকুরী না পায় সেটা কিন্তু আপনাদের জন্য দু:খ জনক। আমাদের জন্যও একটা দু:খ জনক ব্যাপার হবে। তাই আশা করি, আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সেই কষ্ট বৃথা যাবে না। ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলবো। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. মো: আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক এসএম মাহবুব, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুস সাত্তার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সমীরন মিস্ত্রী, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি ড. আবু আশরাফ দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক (চ.দা) ড. নায়মা ইয়াসমীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উপপরিচালক ড. শফিকুল ইসলাম সরকার, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহাসিন সরদার।