করোনায় শিবচরে সাংবাদিকসহ ৪ জন আক্রান্ত

শিবচর বার্তা ডেক্স :
করোনায় শিবচর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়াসহ ৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে শিবচর পল্লী বিদ্যুৎ অফিসের এক স্টাফ রয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ও আইসোলেশনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এনিয়ে শিবচরে ১শ ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো গত ২৭ ও ২৮ জুনের নমুনা থেকে বুধবার ২৬ জনের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ২৬ জনের রিপোর্টে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শিবচর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া রয়েছেন। তিনি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ভদ্রাসন জিসি একাডেমির শিক্ষক। এছাড়া আক্রান্ত অপর ৩ জনের মধ্যে ১ জন পৌরসভার কেরানীবাট এলাকার বাসিন্দা, ১ জন উমেদপুরের চান্দেরচর ও ১ জন কাদিরপুর ইউনিয়নের ইয়াছিন হাজীর কান্দি গ্রামের বাসিন্দা। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ১ শ ২৭ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৬ জনের মৃত্যু হয়েছে (এর মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যায় ,গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়)।
প্রেস ক্লাব দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া বলেন, আমি শারীরিকভাবে সুস্থ্য আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, নতুন করে করোনায় ৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সংক্রমন এড়াতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকতে হবে।