উন্নয়ন যদি কথা বলতে পারতো তাহলে লিটন চৌধুরীর নাম বলতো-শিবচরে সম্মেলনে মুনির চৌধুরী

শিব শংকর রবিদাস, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃআবু জাফর, মিঠুন রায়, অপূর্ব দাস, কমেলশ ধর ও কমল রায়ঃ
উন্নয়ন যদি কথা বলতে পারতো তাহলে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর কথা বলতো। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, হাট বাজার কি না করেছেন তিনি। তাই উন্নয়নকে যদি তার নাম জিজ্ঞেস করা হয়, আর উন্নয়ন যদি কথা বলতেই পারতো তাহলে উন্নয়নের কারিগড় লিটন চৌধুরীর নামই বলতো  বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী। শনিবার দুপুরে উপজেলার মাদবরচর আরএম উচ্চ বিদ্যালয় মাঠে মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মো: মতিউর রহমান হাওলাদারকে সভাপতি ও নূরুল ইসলাম মাদবরকে সাধারন সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এ সময় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা : মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক শংকর ঘোস, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াছ পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সারাধন সম্পাদক ফজলু মুন্সী, মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা অনেক ভাগ্যবান। কারন আমরা এমন এক নেতা পেয়েছি যাকে উন্নয়নের কারিগড় বলা হয়। নূর-ই আলম চৌধুরী যার নাম। তিনি মহান জাতীয় সংসদের চীফ হুইপ। তিনি বাংলাদেশের মধ্যে শিবচরকে উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছেন। আজ দেশের বড় বড় সাংবাদিকরা শিবচরকে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর এক টুকরো সোনার বাংলা আখ্যা দিয়ে কলাম লিখেন। এটি একমাত্র লিটন চৌধুরীর অবদান। আগে আমরা জানতাম রাতে যখন মানুষ ঘুমায় পুলিশ তখন পাহারা দেয়। আজকে আরেকটি কথাও বলতে হয়, রাতে আপনি-আমি যখন ঘুমাই লিটন চৌধুরী তখন শিবচর নিয়ে ভাবেন। শিবচরের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তার সাথে যখন গাড়িতে শিবচরের পথে ঘুরে বেড়াই তখন তার দু চোখ শুধু চারদিকে চেয়ে দেখে কোথায় খালি জমি আছে, কোথায় কোন সমস্যা আছে, কোথায় কোন উন্নয়ন করা যায় তাই ভাবেন। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। সারাদিন বিভিন্ন প্রগ্রামে অংশ গ্রহন করে যাওয়ার পরও রাতের বেলা তিনি শিবচরের বিভিন্ন উন্নয়ন নিয়ে আমার সাথে কথা বলেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, হাট বাজার কি না করেছেন তিনি। স্বাস্থ্যখাত, শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে চলছে তার উন্নয়ন। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।