অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অপরাধে শিবচরে ৬ দোকানে জরিমানা

শিব শংকর রবিদাস:
মাদারীপুরের শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানকালে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি ও ভাউচার সংরক্ষন না রাখার অপরাধে ৬ দোকানে আর্থিক জরিমানা করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃর্ত্বে শিবচর পৌরবাজারের গার্মেন্টস, জুতা, টেইলার্স, থান কাপড়সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি ও ভাউচার সংরক্ষন না রাখার অপরাধে ৬ টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এসময় শিবচর থানার এসআই পরিমল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফজলুল হকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে ৬ টি দোকানে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।