প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদারীপুরে স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত সজীব শেখকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। সজীব রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে। তাকে তার খালা বাড়ি রাজৈরের স্বরমঙ্গল গ্রাম থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। বুধবার র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আসামী ভূক্তভোগী ওই স্কুল ছাত্রীকে গত তিন বছর যাবত বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এনিয়ে গ্রামে দুই তিনবার শালিস মিমাংসায় বসে স্থানীয়রা। তাতেও পিছু ছাড়েনি সজিব। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই সজীব তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সজীব গত ২৭ জুলাই রাতে কিশোরীকে চর থাপ্পর ও কিলঘুষি মারে। এক পর্যায় কিশোরীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগি কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি র‌্যাবের দৃষ্টিগোচর হলে র‌্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বখাটেকে গ্রেফতার করে। পরে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।