পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে যুবককে কুপিয়ে আহত

শিবচর বার্তা ডেক্স :
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের রাজৈরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে রাজৈরের সোহেল হত্যা মামলার তদারকি করে আসছেন বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের শোভন হাওলাদার (২২)। এরই জের ধরে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম হাওলাদার, লুৎফর হাওলাদার, দিপু হাওলাদার, রফিক হাওলাদার, সাজ্জাদ হাওলাদার, ছরোয়ার হাওলাদারসহ ১০/১২ জনের একটি দল গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় বাজিতপুর মজুমদার বাজারের ধুলুর ভ্যারাইটিস দোকানের সামনে শোভনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় শোভনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা যাওয়ার সময় এ হামলার ঘটনায় মামলা করলে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেয় শোভনকে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শোভনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে শোভনের চাচা জুয়েল হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাজৈর থানার ওসি মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।