মাদারীপুরে শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ ও বিদ্যাপীঠের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘ মাদারীপুর জেলার উদ্যোগে শহরের শ্রীশ্রীবলরাম দেব মন্দির ও সেবাশ্রমে শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষণ ও বিদ্যাপীঠের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী সত্য প্রিয়ানন্দ (জীবন মহারাজ) কর্মসূচির উদ্বোধন করেন।
আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস (লব)-এর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সুনীল কুমার হালদার, কমলেশ চন্দ্র গোস্বামী, শান্তিরঞ্জন বিশ্বাস, প্রমোদ রঞ্জন দাস, প্রভাস চন্দ্র অধিকারী, রণজিত কুমার বিশ্বাস, কৃষ্ণকান্ত বাইন, দুলাল মন্ডল, অনিল চন্দ্র দত্ত, মৃত্যুঞ্জয় বিশ্বাস, কমল সরকার, গৌরাঙ্গ বিশ্বাস, শ্যামলী রাণী মন্ডল প্রমুখ। দুপুরে অনুষ্ঠান শেষে ধর্মীয় সঙ্গীত পরিবেশন এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।