মাদারীপুরে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন ও গাছ কর্তন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর পূর্ব-শুত্রুতার জেরে আব্দুল সালাম মাতুব্বরের পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও প্রতিপক্ষের লোকজন পুকুরের পাড়ের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার ভোররাতে জেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামের আব্দুল সালাম মাতুব্বর তার পুকুরে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করার উপযোগী হয়ে উঠতো। সালাম মাতুব্বরের সাথে দীর্ঘদিন যাবত একই এলাকার মোস্তফা, কেরামত, ধলু আনোয়ার,তুরান মাতুব্বরদের সাথে জমি -জমা নিয়ে মামলা চলে আসছিল। মঙ্গলবার ভোররাতে প্রতিপক্ষের লোকজন সালাম মাতুব্বরের পুকুরের বিষ দিয়ে মাছ নিধন ও পুকুরের পাড়ের অর্ধশত মেহগনি গাছ কেটে ফেলেছে বলে অভিযোগে জানা যায়। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এব্যাপারে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আব্দুল সালাম বলেন, ‘ আমার সাথে জমি-জমা নিয়ে পাশের বাড়ীর মানুষের সাথে মামলা চলে আসছিল তারই জেরে এত বড় সর্বনাশ করেছে। মোস্তাফা, কেরামত, ধলু আনোয়ার,তুরান মাতুব্বর, আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি।
মাদারীপুর সদর থানার এস আই হাসান জানান,’ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে দোষিদের আইনের আওয়তায় আনা হবে।