মাদারীপুরে দুপ্রক সদস্যদের নিয়ে দুদক সচিব, ডিজির প্রশিক্ষন অনুষ্ঠিত

শিব শংকর রবিদাস ও অপূর্ব দাস :
দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে মাদারীপুরে দূর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন দূর্নীতি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেনসহ দুদক কর্মকর্তারা। প্রশিক্ষনে দুপ্রক সদস্যদের দূর্নীতি দমন ও প্রতিরোধে দুদক কে কাজে লাগানোর আহ্বান, সততা সংঘ, সততা স্টোরসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, দূর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও সকল উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং দূর্নীতি প্রতিরোধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সমন্বয়ে দূর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দূর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্নীতি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো: আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম প্রমূখ । এর আগে বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়।