মাদারীপুরে তিন দিনব্যাপী লক্ষ্মীপুজা চলছে

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনির নবগ্রামে ধন সম্পদের দেবী লক্ষ্মী মাতা পুজা উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান চলছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় এই আয়োজন। চলবে রোববার বিকেল পর্যন্ত।
আয়োজকরা জানায়, আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমায় প্রতিবছরের মতো এবারো মাদারীপুরের কালকিনির নবগ্রাম ইউনিয়নের ঘরে ঘরে শুরু হয়েছে ধন সম্পদের দেবী শ্রী শ্রী লক্ষ্মী মাতার পূজা। স্থায়ী অর্ধশত ও অস্থায়ী মিলে ইউনিয়নের ২শ’র বেশি মন্ডপে করা হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী পুজা। পূজাকে ঘিরে প্রতিবছর ৩ দিনের নানা আয়োজনে নাচ, গান, অভিনয়সহ ব্যতিক্রমী পুরনো ধর্মীয় ইতিহাস নিয়ে হয়ে আসছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এই অনুষ্ঠান করা হলেও করোনা পরিস্থিতির কারনে এবার সীমিত আকারে অনুষ্ঠানমালা রাখা হয়েছে বলে জানায় পূজা উদযাপন কমিটি। পুজা নির্বিঘেœ করতে ব্যাপক নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ।