মাদারীপুরে গৃহবধূ হত্যার ৭ বছর পর ঢাকা থেকে মূল আসামী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে চাঞ্চল্যকর এবং বহুল আলোচিত গৃহবধূ রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর ধরে পলাতক আসামি মোঃ সোহেল খন্দকারকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-৪। সোমবার রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর শাহআলী থানার উত্তর সিটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে । আসামি মোঃ সোহেল খন্দকার মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের মৃত রহম খন্দকারের ছেলে ।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-৪ এর বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানার উত্তর সিটি মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাদারীপুর সদর থানার ২০১৩ সালের চাঞ্চল্যকর ও আলোচিত গৃহবধু রুনা আক্তার হত্যা মামলার মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী দীর্ঘ ৭ বছর যাবৎ পলাতক আসামি মোঃ সোহেল খন্দকারকে (৩৪) গ্রেফতার করে। সূত্রঃ দায়রা ৩৪০/১৬, এফআইআর নং-০১, তারিখ- ০১ মে ২০১৩ ইং এবং কোট প্রসেস -১১২৮/২৩। গ্রেফতারকৃত আসামী গৃহবধূ রুনা হত্যার পর থেকেই দীর্ঘ ৭ বছর ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে ফেরারি জীবন যাপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর সদর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।