মাদারীপুরে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন ১ জন আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তির বাড়ি রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে। এ নিয়ে রাজৈর উপজেলায় আক্রান্ত সংখ্যা ২৫ জন। জেলা আক্রান্ত শনাক্ত সংখ্যা ৬৪ জনে দাঁড়ালো।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত ব্যক্তির বাড়ি রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে। ফলে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৬৪ জন। গত ২৪ ঘন্টায় ১৬৬ জনসহ এ পর্যন্ত জেলার ১ হাজার ৬ শ ৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৩ শ ৯২ টি রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত ৪৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। মোট চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। এর মধ্যে সদর হাসপাতাল আইসোলেশন ৬ জন ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন ৯ জন। এছাড়া রাজৈর উপজেলায় দুইজন হোম আইসোলেশন এবং একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এপর্যন্ত জেলায় ২ জন মৃত্যুবরন করেছেন। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত ৬৪ জনের মধ্যে শিবচর উপজেলার ২৪ জন, সদর উপজেলার ১১ জন, রাজৈর উপজেলার ২৫ জন এবং কালকিনি উপজেলায় ৪ জন ছিল। বর্তমানে শিবচর উপজেলার আক্রান্ত সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ায় ও নতুন কোন শনাক্ত না থাকায় উপজেলাটি করোনা মুক্ত রয়েছে।