মাদারীপুরের ৩ টি আসনে বিজয়ী হলেন যারা

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরের ৩ টি আসনে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (৭জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের ভোট গণনা শেষে রবিবার রাত ৯টার দিকে মিডিয়া সেন্টারে বসে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। তিনি জানান, মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নূর-ই-আলম চৌধুরী ১লাখ ৯৬ হাজার ৭ শ ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো: মোতাহার হোসেন সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাজাহান খান ২ লাখ ২৩হাজার ৫ শ ১৮ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের একেএম নূরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪ শ ১৫ ভোট এবং মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা: তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে ৯৬ হাজার ৬ শ ৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো: আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯ শ ৭১ ভোট।