টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউটে ট্রেনিং এর মাধ্যমে হাজারো মানুষ বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছে- শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপি বলেছেন , বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে আধুনিককরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। তিনি সেই উদ্যোগ গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজেই কিন্তু হাত দিয়েছেন। তিনি আমাদের সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি টেকনিক্যাল, ভোকেশনাল, ইনস্টিটিউট করার ব্যবস্থা করেছেন। সেখান থেকে ট্রেনিং এর মাধ্যমে হাজার হাজার মানুষ বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রবিবার সকালে মাদারীপুর সদর উপজেলার ৫ একর জমির উপর মাদারীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।