১ বছরে পদ্মা সেতু পারাপার প্রায় ৫৭ লাখ যানবাহন

শিবচর বার্তা ডেক্সঃ
রাষ্ট্রপতি ব্যতিত পদ্মা সেতুতে সকলের টোল পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে (প্রেসিডেন্ট প্রিভিলেজ এ্যাক্ট অনুযায়ি রাষ্ট্রপতি টোলমুক্ত পারাপার প্রাপ্য)। গত ২৫ জুন ২০২২ খ্রি. প্রধানমন্ত্রী ৫৯ হাজার ৬শ টাকা উদ্বোধনের দিন টোল পরিশোধ করেন। উদ্বোধনের পরের দিন অর্থাৎ ২৬ জুন সকাল ০৬টা হতে জনসাধারেন জন্য খুলে দেওয়া হয়। ২৫ জুন হতে গত ০১ বছরে (৩৬৫ দিনে) ২৪ জুন ২০২৩ রাত ১২টা পর্যন্ত ৩লাখ ৩৮হাজার ৩২৭ টি মোটর সাইকেল (৬৮ দিনে), ১৫লাখ ১০ হাজার ২৯১ টি কার/জীপ, ৫ লাখ ৫৩ হাজার ৫৯ টি পিকআপ, ৬লাখ ৯০হাজার ২শ২৭ টি মাইক্রোবাস, ১৫লাখ ১২ হাজার ৬শ৪৬ টি বাস (ছোট, মাঝারী, বড় বাসসহ), ১০লাখ ৫৬হাজার ৪৮ টি ট্রাক (ছোট, মাঝারী, বড় ট্রাকসহ), ২৮হাজার১শ৯৭ টি ট্রেইলারসহ সর্বমোট ৫৬লাখ৮৮ হাজার৭৯৫ টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে মোট রাজস্ব আদায় হয়েছে ৭শ৯ ৭ কোটি৩২ লাখ ২৬ হাজার১ শ৫০/- টাকা। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থা টোল প্রদান করেছে ৯১লাখ ৭০হাজার ৫শ টাকা। ফলে বিগত ০১ বছরে মোট টোল আদায় হয়েছে ৭শ৯৮কোটি ২৩লাখ৯৬হাজার৬শ৫০/- গড়ে দৈনিক যানবাহন পারপার হয়েছে ১৫হাজার৫শ৮৬ টি এবং দৈনিক টোল আদায় হয়েছে ২কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৫শ৮০/- টাকা।