মাদারীপুরে ১৪ তাবলীগ মুসুল্লিদের চেতনা নাশক খাইয়ে নগদ টাকাসহ সর্বস্ব লুট

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনির চড়ঠেংঙ্গামারা মসজিদে সিলেট ও মৌলভীবাজার থেকে দীনি কাজে আসা ১৪’তাবলীগ মুসুল্লিদের খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে নগদ ৮৮’হাজার টাকা ১১টি মোবাইল ফোন ,ঘড়ি সহ প্রায় ২’লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার রাতের খাবার শেষে ওই মুসল্লিরা অজ্ঞান হয়ে পড়লে দূর্বৃত্তরা মালামাল লুট করে। স্থানীয়রা মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠানোর জন্য মুসল্লিদের ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পড়ে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাদের শারিরিক অবস্থা অনেকটা ভাল।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ অভিজিৎ কুমার বলেন, অজ্ঞান অবস্থায় ১৪ জন মুসল্লিকে আজ সকালে হাসপাতালে আনা হয়েছে। আমরা চিকিৎসা সেবা প্রদান করছি। বর্তমানে তাদের অবস্থা কিছুটা ভাল। তবে তাদের সকলেরই বয়স ৬০ থেকে ৬৫ মধ্যে হওয়ায় আমরা পর্যবেক্ষনে রেখেছি। কোন সমস্যা মনে হলে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হবে।