মাদারীপুরে নৌকা প্রার্থীর পুরোনো ক্যাম্পে আগুন, ৪ টি দোকান পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর-৩ আসনের কালকিনি উপজেলার শিকারমঙ্গল-সিড়ি খান সীমান্তবর্তি মিয়ারহাট সংলগ্ন বড় ব্রিজ এলাকায় আওয়ামীলীগের পুরোনো নির্বাচনী ক্যাম্পে শুক্রবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ক্যাম্পসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফলে প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতির শিকার হয়েছে মো. মহসিন উদ্দিন খানের। এঘটনায় শনিবার দুপুরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ক্ষতিগ্রস্থ্য পরিবার ও স্থানীয়রা জানান, কালকিনির সিড়ি খান এলাকার বড় ব্রিজ এলাকায় মো মহসিন উদ্দিন খানের চারটি দোকান রয়েছে। যেখানে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের একটি নির্বাচনী ক্যাম্প ছিল। এতে মাঝে মাঝেই বিরোধী পক্ষের লোকজন হুমকি-ধামকি দিয়ে আসছিল। গেলো রাত ২টার দিকে হঠাৎ ওই ক্যাম্প আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে নিমিষেই হোটেল, বিকাশের দোকান, চায়ের দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এঘটনায় শনিবার দুপুরে কালকিনি থানা পুলিশ, স্থানীয় আওয়ামীলীগ, ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী পরিদর্শণ করেছে। এসময় দোষীদের বিচার দাবী করেছেন তারা।
তবে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এব্যাপারে কথা বলতে রাজি হয়নি।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা বেগম। আর নিকটতম প্রতিদ্বন্ধি হয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপ। নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় পক্ষে-বিপক্ষে সহিংসতা হয়ে আসছে।