প্রশাসনের কঠোর নিরাপত্তায় আলোচিত স্থগিত কালকিনি পৌরসভায় ভোট গ্রহন

শিব শংকর রবিদাস, অপূর্ব দাস ও মিশন চক্রবর্ত্তী:
বুধবার সকাল ৮ টা থেকে মাদারীপুরের আলোচিত স্থগিত কালকিনি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে কঠোর বেষ্ঠনী তৈরি করেছে। ভোট গ্রহনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ১৮টি ভোট কেন্দের মধ্যে ৮ টি ভোটকেন্দ্র ঝুকিপুর্ন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯শ’ ৫৮জন ও নারী ভোটার ১৬ হাজার ৪শ’ ৪২জন। নির্বাচনে একজন জুডিশিয়াল বিচারকসহ মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রে, ৬ শ ৭০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৩টি টিম, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
উল্লেখ্য, চতুর্থ ধাপে এ পৌরসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের পরিবেশ অনুকুলে না থাকায় গত ১১ ফেব্রুয়ারি স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আজ ৩১ শে মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।