জিয়া পাকিস্তানের দালাল ছিল তার কর্মকান্ডে মনে হয়-ড.সোবহান গোলাপ এম পি

কালকিনি প্রতিনিধি :
বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ (কালকিনি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ বলেছেন, জিয়াউর রহমানের কর্মকান্ডে মনে হয় সে পাকিস্তানের এজেন্ড ছিল। সে পাকিস্তানি দালাল ও এজেন্ট হিসেবে কাজ করেছে। চিটাগাং যে জাহাজ ছোয়াত এসেছিল, পাকিস্তান যে অস্ত্র খালাস করেছিল ওই অস্ত্র খালাসের দায়িত্বে ছিল জিয়াউর রহমান। তাই আজ যে সমস্ত প্রটিষ্ঠান তার ও তাদের পরিবারের নামে আছে সেগুলোর নাম পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি মুক্তিযোদ্ধা হিসেবে তাদের অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর ইসলামিয়া ফাজিল মাদরাসা ভবনের শূভ উদ্বোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুরে আলম,সাহেবরামপুর চেয়ারম্যান কামরুল আহসান সেলিম, সিটি খান চেয়ারম্যান সিকদার চান মিয়া, রমজানপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল হক রাড়ী,সাধারন সম্পাদক দুলাল বেপারী,ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ।