প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচরে এক্সপ্রেসওয়েতে মানুষের ভিড়

শিবচর বার্তা ডেক্স :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জ যাওয়ার পথে শিবচরের এক্সপ্রেসওয়েতে হাজারো মানুষ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। শনিবার সকালে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় যান। এদিন সকালে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ সড়কের দুইপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, পদ্মাসেতু পার হয়ে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় যান। এদিন সড়ক পথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ পদ্মাসেতুর এ্যাপ্রোচসড়ক এবং এক্সপ্রেসওয়ের দুইপাশ জুড়ে অবস্থান নেয়। এসময় শ্লোগানে শ্লোগানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মহাসড়কজুড়ে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যানবাহন ও সাধারণের চলাচলও সীমিত রাখা হয়।
এদিন সকাল ১০ টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌছান। প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার ৪৯ টি প্রকল্পের উদ্বোধন করেন। কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।