শিবচরে প্রয়াত ৩ নেতার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানালেন চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস, মো: মনিরুজ্জামান মনির, মো: আবু জাফর ও মিশন চক্রবর্ত্তী :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন ত্যাগী নেতা কর্মী ও তাদের পরিবারের পাশে আওয়ামী লীগ সব সময় আছে। ইতমধ্যেই অনেক নেতাকর্মী মৃত্যুবরন করেছেন। তাদের সন্তানসহ পরিবারের পাশে আওয়ামী লীগ সব সময় থাকবে। তাদের সন্তানদের লেখাপড়াসহ উজ্জল ভবিৎষত গড়তে আওয়ামী লীগ পাশে থাকবে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরচরে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রয়াত নেতা মরহুম হায়দার হোসেন মিন্টু হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা ও কবর জিয়ারত শেষে শোক সভায় চীফ হুইপ এসব কথা বলেন। এদিন চীফ হুইপ তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এছাড়াও চীফ হুইপ উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মরহুম এ্যাডভোকেট ইকবাল, সন্ন্যাসীরচর ইউপি চেয়ারম্যান আঃ রউফ হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সমবেদনা জানান ও মরহুমের কবর জিয়ারত করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় চীফ হুইপ আরো বলেন, পৃথিবী থেকে এখনো কিন্তু করোনা যায়নি। করোনার ঝুকি কিন্তু এখনো রয়েছে। অনেকেই দেখছি মাস্ক পড়েন না। করোনার ঝুকি তাদের যেমন রয়েছে পাশে যে আছে তারও তেমনি রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে একজন মানুষ কোথায় যায় তা কিন্তু সরকার পর্যবেক্ষন করে। তার সাথে কে গিয়েছে মোবাইলের মাধ্যমে তারা কিন্তু সবই জানতে পারে। তারা কিন্তু অনেক কড়াকড়ি। সেই তুলনায় আল্লাহ কিন্তু আমাদের অনেক ভাল রেখেছে। আমরা কিন্তু এর মধ্যে রোজা, ঈদসহ সব কিছুই করছি। আমাদেরকে আরো সাবধান হতে হবে। করোনা মহামারী যতদিন থাকবে ততদিন আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।