৩৪ মণ ওজনের “শিবচরের নবাবের” দাম উঠেছে ৮ লাখ টাকা

শিব শংকর রবিদাস, মো: আবু জাফর, মিঠুন রায় ও অপূর্ব দাস :
প্রায় ৩৪ মণ ওজনের কালো রংয়ের বিশালাকার ষাড় গরু। গরুটির মালিক যাকে ডাকেন “শিবচরের নবাব” বলে। করোনার কারনে এবার ঈদ-উল আযহার পশুর হাট বন্ধ থাকায় গরুটিকে দেখতে প্রতিদিনই শিবচরের কুতুবপুরের ফকির এগ্রো ডেইরী ফার্মে শিবচরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বেপারীরা ভীড় করছেন। এরই মধ্যে এক বেপারী শিবচরের নবাবের দামও হেঁকেছেন ৮ লাখ টাকা। তবে মালিকের দাবী আরো বেশি।
সরেজমিন জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী জাহের ফকির কান্দি গ্রামের আ: রহিম ফকির নিজ বাড়িতে গড়ে তুলেছেন ফকির এগ্রো ডেইরী ফার্ম নামের একটি গরুর খামার। তার ছেলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মজিবর ফকির ফার্মটি পরিচালনা করেন। এই ফার্মে তারা প্রায় আড়াই বছর আগে একটি বাছুর কিনে এনে লালন পালন শুরু করেন। কালো রংয়ের হৃষ্ঠপুষ্ট শক্তিশালী বাছুরটির নাম রাখেন শিবচরের নবাব। গরুটিকে সবুজ ঘাস, কুড়া, ভূষিসহ স্বাভাবিক খাবারই খাইয়েই বড় করা হয়। মোটাতাজাকরনের কোন ইনজেকশন পুশ করা বা ফিড জাতীয় কোন খাবারও কখনো খাওয়ানো হয়নি বলে মালিকের দাবী। সম্প্রতি উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে চিকিৎসকগন খামারে গিয়ে গরুটির দৈর্ঘ্য, উচ্চতা ও ওজন নির্ধারন করেন। তাদের হিসেব অনুযায়ী গরুটির দৈর্ঘ্য ৬ ফুট ৩ ইঞ্চি, গোলাকার উচ্চতা ১ শ ৮ ইঞ্চি, ওজন ৩৪ মণ ৮ কেজী। এবার ঈদ-উল আযহায় গরুটি বিক্রির কথা ভাবছেন খামারের পরিচালক মজিবর ফকির। তবে করোনার কারনে পশুর হাট বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। তাইতো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুটির ছবি দিয়ে বিক্রির কথা প্রচার করা হয়। এতে ব্যাপক সাড়াও পড়ে। শিবচর উপজেলার বিভিন্ন প্রান্তসহ আশপাশের বিভিন্ন উপজেলার বিভিন্ন গরুর বেপারীরা প্রতিদিনই গরুটিকে দেখতে আসছেন। বিভিন্ন জনে বিভিন্ন রকমের দামও করছেন। দত্তপাড়া ইউনিয়নের এক লোক গরুটির দাম হেঁকেছেন ৮ লাখ টাকা। তবে মালিকের দাবী ১৫ লাখ টাকা।
গরুটির মালিক মজিবর ফকির বলেন, গরুটি আমার অনেক শখের। তাইতো নাম রেখেছি শিবচরের নবাব। খুবই শান্তশিষ্ট হওয়ায় সহজেই তার কাছে যাওয়া যায়। ঘাস, কূড়া, ভূষিসহ প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কোন খাবার গরুটিকে খাওয়ানো হয়না। আজ পর্যন্ত একবারের জন্য ডাক্টারও দেখানো লাগেনি। এবার ঈদে গরুটি বিক্রি করবো। হাট বন্ধ থাকায় বাড়িতেই ক্রেতারা আসছেন। একজন ৮ লাখ টাকা দাম বলেছে। তবে আমার দাবী ১৫ লাখ হলেও করোনার কারনে কিছু কম পেলেও বিক্রি করবো।