১ বৈশাখ থেকে সংসদ টিভিতে বঙ্গবন্ধুর ’অসমাপ্ত আত্মজীবনী’ এবং ’কারাগারের রোজনামচা’-র উপর নির্মিত প্রামান্য অনুষ্ঠান

শিবচর বার্তা ডেক্স:
১ বৈশাখ বুধবার থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লিখিত ’অসমাপ্ত আত্মজীবনী’ এবং ’কারাগারের রোজনামচা’-র উপর ২টি প্রামান্য অনুষ্ঠান সম্প্রচারিত হবে। ২৬ পর্বের এই প্রামান্য অনুষ্ঠান দুটি পরপর ২৬ দিন প্রচারিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় অসমাপ্ত আত্মজীবনী-র এক পর্ব এবং ৭ টা ৫০ মিনিটে কারাগারের রোজনামচা-র এক পর্ব ধারাবাহিকভাবে প্রচারিত হবে। প্রামান্য অনুষ্ঠান দুটি প্রতিদিন একই তারিখে যথাক্রমে রাত সাড়ে ৮ টায় ও ৯টায় পুন:প্রচারিত হবে। প্রামান্য অনুষ্ঠান ২টি সংসদ বাংলাদেশ টেলিভিশনের তত্বাবধানে নির্মান করা হয়েছে।