শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি ঘর পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ আলী মৃধা :
মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে রবিশস্য, গবাদী পশুসহ মূল্যবান মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছে।
শিবচর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের রফিক হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রফিক হাওলাদারের বসতঘরসহ ২ টি ঘর, আব্দুল হাওলাদারের বসতঘরসহ ২টি ঘর, জালাল হাওলাদারের বসতঘরসহ ২টি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৬৫ মন রবিশস্য, ৪ টি ছাগলসহ মূল্যবান মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিন্ত্রনে আনে।
শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আগুনে ৩ টি বসতঘর ও কয়েকটি রান্না ঘর পুড়ে গেছে। ৪ টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। আমাদের ধারনা ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।