শিবচরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

শিব শংকর রবিদাস :
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শিবচরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে বৃহস্পতিবার থেকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারীরা ঘোড়া, গরু, হাঁস, মুরগী, খরগোস, কোয়েল, তিতিসহ বিভিন্ন প্রকারের প্রাণি প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, ফাহিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস প্রমূখ উপস্থিত ছিলেন।