শিবচরে নববর্ষ উৎসবে স্বপরিবারে চীফ হুইপ লিটন চৌধুরী

শিব শংকর রবিদাস ও মোহাম্মদ আলী মৃধা :
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে মাদারীপুরের শিবচরে বানর নাচ, সাপ খেলাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠার অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন মেলায় মাটির তৈরি খেলনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী কিনতে মেলায় আগতদের ভীড় ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্বপরিবারে গ্রামীন মেলা পরিদর্শন করেন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
জানা যায়, বাঙালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরনে এদিন শিবচরে দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল । সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিকেলে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ প্রাঙ্গনে বসে গ্রামীন মেলা। মেলায় মাটির তৈরি খেলনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, বিভিন্ন রকমের পিঠা, মিষ্টিসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানীরা। মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বাঙ্গালীর ঐতিহ্য বানর নাচ, সাপ খেলা, পুতুল নাচসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শতশত মানুষ উপভোগ করেন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী স্বপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম , উপজেলা ভাইস চেয়ারম্যার আতাউর রহমান বেপারী, ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।